এক বিন্দু রহস্য

আজকাল চারিদিকে দেখতে পাই মানুষ শসব‍্যস্ত। তাদের এক মুহূর্তেরও সময় নেই, কারো সঙ্গে রাস্তায় দেখা হলেও মনে হয় এই মানুষটি কেটে পড়তে পারলেই হয়তো আরাম পাবে। সে যে কোনও রকমের পরিস্থিতি হোক কেন। আমরা যাদের জন‍্য সারাদিন খেটে মরছি তাদেরও দু দণ্ড সময় নেই কাছে বসে শোনার যে কেমন চলছে সবকিছু। সবাই যেন দৌড়ানোর প্রতিযোগিতায় নাম লিখিয়েছে। কে প্রথমে পৌছোবে তার নেই ঠিক কিন্তু তবুও দৌড়োনো চাই। এই দৌড়াদৌড়িতে আমরা আসে পাসের প্রাকৃতিক দৃশ্যগুলোকে অবহেলা এবং অবজ্ঞা করে চলেছি। তারা রোজ কেমন করে নতুন ফুল ফোটালো বা ফলে ভরে উঠলো তা নিয়ে কারোর কোনও হেলদোল নেই। যে যার মত করে দৌড়ে ছুটে বা লম্ফ দিয়ে পালিয়ে যাচ্ছে সবকিছু উপেক্ষা করে।

Comments

Unknown said…
Khub sundor bhasaproyog nimuda...

Popular posts from this blog

যাবতীয়

The Fugitive