যারা চায় তবু পায়না তারাই ভালো থাকে, কারন তাদের মধ্যে চাহিদাটা জাগ্রত থাকে। কিন্তু যারা না চেয়েই পেয়ে যায় তারা সেই পাওয়ার মূল্য বোঝেনা তাই তারা পেয়েও অখুশি থাকে আর সেই পাওয়া জিনিসটি হারিয়ে ফেলে।
আজকাল চারিদিকে দেখতে পাই মানুষ শসব্যস্ত। তাদের এক মুহূর্তেরও সময় নেই, কারো সঙ্গে রাস্তায় দেখা হলেও মনে হয় এই মানুষটি কেটে পড়তে পারলেই হয়তো আরাম পাবে। সে যে কোনও রকমের পরিস্থিতি হোক কেন। আমরা যাদের জন্য সারাদিন খেটে মরছি তাদেরও দু দণ্ড সময় নেই কাছে বসে শোনার যে কেমন চলছে সবকিছু। সবাই যেন দৌড়ানোর প্রতিযোগিতায় নাম লিখিয়েছে। কে প্রথমে পৌছোবে তার নেই ঠিক কিন্তু তবুও দৌড়োনো চাই। এই দৌড়াদৌড়িতে আমরা আসে পাসের প্রাকৃতিক দৃশ্যগুলোকে অবহেলা এবং অবজ্ঞা করে চলেছি। তারা রোজ কেমন করে নতুন ফুল ফোটালো বা ফলে ভরে উঠলো তা নিয়ে কারোর কোনও হেলদোল নেই। যে যার মত করে দৌড়ে ছুটে বা লম্ফ দিয়ে পালিয়ে যাচ্ছে সবকিছু উপেক্ষা করে।
I wish I can run back to my early days, the days I used to get up early in the mornings brushing my teeth and the other routines just to catch a bus to office or a cab, the pleasures of meeting my office colleagues, becoming busy with the work at hand and going out to lunch together at the one hour break in the afternoons, I wish I can run back to the days when I used to pedal on my cycle slowly and steadily seeing the road run past me and viewing other people get busy reaching the college gates and thinking of a great day of studies and enjoyment together with friends...the rooms of lectures were all we knew togetherness was the penultimate destination of the moments, there used to exchange of notes and fighting over a petty mistake or solving a horribly looking easy numerical in Chemistry...I wish I can run back to the days when getting up early in the morning would only ask me to answer few really silly questions of what would be there in the periods to come in the high school days,...
From the inception of humans inside this earthly cage, there came a tree, a river, a duck and a few more birds...the whole thing was called the ecology, the ecology was thought about more by the humans...the ecology was unfortunately modified as humans themselves created this "unfortunate" word and without any past experience thoughts went ahead, created machines which would cut, kill and modify this ecology, these words were also human creations, 'destruction' word...hence when he slowly started this word's activity he was being neglected by his fellow mates, hated and hit...these also were so called 'human feelings' and hence one day in his so called 'active life' he became lonely while destroying this earth, he lost his love, which is an attraction between a man and a woman in which man promises, the girl listens and enjoys whatever he does like a monkey with her...well I forgot to tell man himself was a monkey earlier...anyways so when he loses...
Comments