বাকি সবকিছু

তাদের পরিচয়ে সময় পাল্টেছে। সময় বলে যাচ্ছে যুগ যুগ ধরে কত কাহিনী তবুও সেই সব কথা কজন কান পেতে শুনেছে? কজন ভেবেছে যে আজ যা সব ভুল হয়েছে কালকেও তাদের আবার ঘটালে কি পরিনাম টা হবে। ভুল টা তো ভুলই তাই তো আমরা শিক্ষিত হওয়ার সময় শিখে এসেছি তবে তার পুনরাবৃত্তি হবে কেন? কেন আবার সেই যুগ যুগ পুরোনো ব‍্যথা আবার উপভোগ করবো আমরা? আমরা তো নির্লজ্জ নই যে বেহায়াদের মত আচরন করব। আমাদের দিশা দেখানো কাজ দিশা রোধ করা নয়। আমরা যদি ফুল কে ফল বলতে থাকি তাহলে উপকারটা কার হবে, তাহলে এই ভাষা ত‍্যাগ করে নতুন ভাষা গড়তে হবে। নতুন অভিধান লিখতে হবে, সেই সময় কারো আছে কি? সত‍্য কে মিথ‍্যে বানানো যায় কিন্তু এটা করার অধিকারটা কে দিল আমাদের? সবকিছু সহজ নয়, সবকিছুর মূল্য আছে, সেটা আমাদের ভগবান ঠিক করে দিয়েছে। ভালোবাসার থেকে মূল্যবান কিছু নেই, ভালোবাসলেই জানতে পারবে।

Comments

Popular posts from this blog

এক বিন্দু রহস্য

Run Back...

The Fugitive