Posts

আজ বিন্দু কাল বিসর্গ

সব কিছুই বদলে যায় । এই যেমন ধরা যাক ইংরেজদের শাসন কালে বাঙ্গালিরা কদাচিৎ ইংরাজি ভাষা নিয়ে কোনো মাতামাতি করত না। তখন মানুষ নিজেদের বাঙালি হওয়াতে গর্ব বোধ আর সাহিত্যে যুগান্তকারি কিছু লেখনি লিখতে পারত। তাদের মধ‍্যে বিন্দুমাত্র বিদেশি দ্রব‍্য, ভাষা, আচার বিচার, বেশভূষা অথবা চরিত্র নিয়ে মাথাব্যথা ছিলনা আর এইসবে মশগুল হওয়া ছিল নৈব নৈব চ। তখন মানুষ একত্রিত হয়ে কৌশল আদান প্রদান করত যাতে তারা ইংরেজদের বিদেয় করতে সক্ষম হয়। বিনয় আদানপ্রদান আর একে অপরের সুখ‍্যাতি করতেই মানুষের দিন পেরোতো। সংসারে থাকত এক ভালোবাসার পরিবেশ যেখানে তাদের সম্মান দেওয়া থেকে ফেরত পাওয়া অবদি একটা চক্র সম্পূর্ণ হতো। মানুষ শিক্ষায় মেতে থাকত যা তাদের মস্তিষ্ককে আরো উর্বর করে তুলত, জ্ঞানের বৃদ্ধি আরো তাদের চরিত্রকে উন্নততর করে তুলত। ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করার সাহস আর আবেগ এই বাংলা মাটির শিক্ষাই বাঙ্গালিকে তুলে ধরল। তারপর বিকেল ঘনিয়ে যখন সকাল হলো, দেশ স্বাধীনতার প্রথম স্বাদ পেল তখন সবাই বুঝতে পারলনা তারা কতটা ভাগ‍্যবান, তারা কতটা বড় জয়লাভ করে এই মুহুর্তে পৌছেছে। তারা সরকার গঠনের দিকে চেয়ে রইল, যে সরকার তৈরি হয়ে গেলে প্রত‍্যে

এক বিন্দু রহস্য

আজকাল চারিদিকে দেখতে পাই মানুষ শসব‍্যস্ত। তাদের এক মুহূর্তেরও সময় নেই, কারো সঙ্গে রাস্তায় দেখা হলেও মনে হয় এই মানুষটি কেটে পড়তে পারলেই হয়তো আরাম পাবে। সে যে কোনও রকমের পরিস্থিতি হোক কেন। আমরা যাদের জন‍্য সারাদিন খেটে মরছি তাদেরও দু দণ্ড সময় নেই কাছে বসে শোনার যে কেমন চলছে সবকিছু। সবাই যেন দৌড়ানোর প্রতিযোগিতায় নাম লিখিয়েছে। কে প্রথমে পৌছোবে তার নেই ঠিক কিন্তু তবুও দৌড়োনো চাই। এই দৌড়াদৌড়িতে আমরা আসে পাসের প্রাকৃতিক দৃশ্যগুলোকে অবহেলা এবং অবজ্ঞা করে চলেছি। তারা রোজ কেমন করে নতুন ফুল ফোটালো বা ফলে ভরে উঠলো তা নিয়ে কারোর কোনও হেলদোল নেই। যে যার মত করে দৌড়ে ছুটে বা লম্ফ দিয়ে পালিয়ে যাচ্ছে সবকিছু উপেক্ষা করে।

যাবতীয়

যারা চায় তবু পায়না তারাই ভালো থাকে, কারন তাদের মধ‍্যে চাহিদাটা জাগ্রত থাকে। কিন্তু যারা না চেয়েই পেয়ে যায় তারা সেই পাওয়ার মূল‍্য বোঝেনা তাই তারা পেয়েও অখুশি থাকে আর সেই পাওয়া জিনিসটি হারিয়ে ফেলে।

বাকি সবকিছু

তাদের পরিচয়ে সময় পাল্টেছে। সময় বলে যাচ্ছে যুগ যুগ ধরে কত কাহিনী তবুও সেই সব কথা কজন কান পেতে শুনেছে? কজন ভেবেছে যে আজ যা সব ভুল হয়েছে কালকেও তাদের আবার ঘটালে কি পরিনাম টা হবে। ভুল টা তো ভুলই তাই তো আমরা শিক্ষিত হওয়ার সময় শিখে এসেছি তবে তার পুনরাবৃত্তি হবে কেন? কেন আবার সেই যুগ যুগ পুরোনো ব‍্যথা আবার উপভোগ করবো আমরা? আমরা তো নির্লজ্জ নই যে বেহায়াদের মত আচরন করব। আমাদের দিশা দেখানো কাজ দিশা রোধ করা নয়। আমরা যদি ফুল কে ফল বলতে থাকি তাহলে উপকারটা কার হবে, তাহলে এই ভাষা ত‍্যাগ করে নতুন ভাষা গড়তে হবে। নতুন অভিধান লিখতে হবে, সেই সময় কারো আছে কি? সত‍্য কে মিথ‍্যে বানানো যায় কিন্তু এটা করার অধিকারটা কে দিল আমাদের? সবকিছু সহজ নয়, সবকিছুর মূল্য আছে, সেটা আমাদের ভগবান ঠিক করে দিয়েছে। ভালোবাসার থেকে মূল্যবান কিছু নেই, ভালোবাসলেই জানতে পারবে।

Fibre

There was a time when people used to slog the entire day for a handful of money. Nowadays the situation has become so that even slogging does not make your hands full even at the end of the month. We were born as infants, nurtured, nourished and cared to become someone's son and someone's old age stick. Even after becoming elder to that infant we did not learn one thing that our parents, siblings and neighbours did not teach us about. It was our own jurisdiction, nurturing and upbringing of our own self, our decisions, our faith and our thoughts. We took in the book's theories, we learn't how to add, subtract, multiple and divide but we did not learn that we had to feed our mind too. The school had children, a lot of them at that however we were made to like, appreciate and follow their ways in some way or the other. As if we are like some electronic device in native unprogrammed state and will get the code engraved as soon as we start interacting, listening and unders

The tyred life

Everyday whenever we venture out of our comfortable homes we have to walk on the government roads sometime or the other, somehow or the other. We are this world's most blessed creatures as we have the privilege of providing the most valuable provision to the passing by vehicles, the passing space. We might be walking, cycling, riding a two wheeler or a four wheeled vehicle however if there was no person on the road considering our presence then it would have been a nightmare moving ahead. Its not an option for us to stay put on the lane and disallow others from freely moving ahead of us. If we think that we are stubborn or may have been made so by the person behind us moving closer to our existence on this road then god forbid what would happen if he manages to cross us recently. There would be words filling up his mouth so casually out of distaste, frustration or anger which would never have happened if we allowed them ahead of us on time and as per their will. Its all in the min

A life after a mother

From the very initiation when the world was a huge place and we were still unsure of our area's roads too my mother was there to guide me. Any problems and any questions would be directed by me at her for a satisfactory answer or solution. She would never get impatient and would never scold me for anything but would only be with me as a friend and above. We spent many days roaming around together, mom used to cook my favourite dishes and we used to watch movies and television together. There were times when mom used to be unhappy with me as I grew old but still after that situation she would come back happily and love just as she used to do ago. I never had a thought that one day she would leave me and make my environment, life and thoughts empty without her presence. Today I see a world without her, I see an apartment without her, I see a life without her, its very difficult, but I she is still there somewhere watching me, staying beside me and also guiding my thoughts. Its as